খবর পেয়ে তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল (মেইড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম লেখা সম্বলিত) উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া পিস্তলের বিষয়ে অধিকতর তদন্তের জন্য কাজ করছে পুলিশ। তবে, কেউ এটি ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন: