• ঢাকা
  • রবিবার, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:১১ এএম;
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ এপ্রিল) লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান। এর আগে, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বকশি মিঞার পুরাতন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকশি মিঞার পুরাতন বাড়ির বাসিন্দা ভুক্তভোগী মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আজিম (৪৫) একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকনকে (৬২) বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন।.

 .


ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বকশি মিঞার বাড়ির পারিবারিক কবরস্থানে ১৬০০ একর সম্পদের অধিকারী বকশি মিঞাসহ ঊনার ওয়ারিশরা চিরনিদ্রায় শায়িত আছেন। ২০২৪ সালের শেষ দিকে ও ২০২৫ সালের প্রথম দিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী নিয়ে ফ্যাসিবাদী সরকারের আমলে একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকন পারিবারিক কবরস্থানের মধ্যে জোর করে ধাপে ধাপে দালান নির্মাণ করে। তখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ভাড়াটে মাস্তানদের ভয়ে কেউ দালান নির্মাণে বাধা দিতে পারেনি।    .

 .


জানতে চাইলে জামাল উদ্দিন ওরফে খোকনকে অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যেখানে আমার দালান নির্মাণ করা হয়েছে সেখানে আমাদের বাড়ির কোনো পারিবারিক কবরস্থান ছিলনা। আমার বাবা ও আমি এখানে কবরস্থান দেখেনি। আমার দাদাও বলতে পারেনি বকশি মিঞার কবরস্থান কোথায়। তিনি প্রায় ৩৫০ বছর আগে মারা যায়।  .


বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন,অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সাথে কথা বলে ও সরেজমিনে দালানের জায়গায় কবরস্থানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বাদীর মনোনীত লোক জানিয়েছে ১৫০ বছর আগে এখানে বকশি মিঞার কবর ছিল। কুমিল্লা থেকে এক ব্যক্তি এসে কবর জিয়ারত করে যেত।    . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ