
ফুলবাড়ী (দিনাজপুর) : প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরু বিতরণের সকল কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কিন্তু ১০০ কেজির জায়গায় ৬০ কেজি ওজনের গুরু বিতরণের চেষ্টা করলে স্থানীয়রা সেটা ধরে ফেলে । পরে স্থানীয়দের রোসানলে গরু বিতরন স্থগিত করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সারওয়ার হোসেন।.
সরকারের বকনা গরু বিতরন বিষয়ে তথ্য সংগ্রহ করে জান যায়, প্রাণী সম্পদক অধিদপ্তর কর্র্তৃক উত্তরাঞ্চলে ক্ষুদ্র নৃ গোষ্টি মানুষের জীবনমান উন্নয়নে লক্ষে ১০০ কেজি ওজনের বকনা গরু বিতরন করা কার্যক্রম চলছে। সেই কার্যক্রমের অংশ হিসাবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তার আয়োজনে ৭০ জন্য ক্ষুদ্র ও নৃ-গোষ্টি মানুষের মাঝে ৭০টি গরু বিতরন শুরু হয়। বিতরনের এক পর্যায়ে দেখা যায় যে ৭০টি গরুর কোনটাই ১০০ কেজি ওজনের নয়। বিষয়টি স্থানীয়রা ধরে ফেললে। প্রাণী সম্পাদ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আলোচনা করে বকনা গরু বিতরন স্থগিত করেন। পরে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান জেনটিক ইন্টারন্যাশনাল কোম্পানীর লোকজন সেই গরু গুলো নিয়ে চলে যায়।.
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই বকনা গরু বিতরনে ঠিকাদার ও সরকারী কর্মকর্তাদের যোগ সাজস রয়েছে। তারা পরিকল্পিতভাবে ১০০ কেজি গরুর জায়গায় ৬০কেজি গরু নিয়ে এসে বিতরনের চেষ্টা করেছে। তবে জনগন সচেতন হওয়ায় তাদের সেই ধোকা কার্যকারী হয় নাই। ঠিকাদারের পক্ষে গরু সাপ্লাই ম্যান ওমর ফারুক বলেন, আমাদেরকে যেভাবে ঠিকাদার গরু আনতে বলেছে আমরা সেভাবেই গরু নিয়ে এসেছি।
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন জানান, গরুন ওজন ঠিকা না পাওয়ায় ও জনগনের আপত্তির কারনে আমার নির্দেশনা অনুযায়ী গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: