• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুর, আহত বেশ কয়েকজন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৮ এএম;
নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুর, আহত বেশ কয়েকজন
নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুর, আহত বেশ কয়েকজন

হবিগঞ্জ  জেলার নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন কেন্দ্র করে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। .

শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী অভিযোগ করে বলেন, কুর্শি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নূর চৌধুরী (২৫) ছাত্রলীগ নেতা ইসমাম তালুকদার (২০) শহরের মরিয়ম মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল। সময় অপর গ্রুপের ছাত্রলীগের আহ্বায়ক দাবিদার জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী জিআই পাইপ নিয়ে আব্দুর নূর ইসমাম তালুকদারকে ধাওয়া দেয়। সময় দৌড়ে তারা মরিয়ম মার্কেটের জেএমএস ফ্যাশন গ্যালারি নামক দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে আব্দুর নূর ইসমাম তালুকদারকে মারধর করা হয়। .

সময় জেএমএস ফ্যাশন গ্যালারির গ্লাস আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।.

জাহিদুল ইসলাম রুবেল বলেন, রাতে নাজিম চৌধুরী তার লোকজন শহরে আমাদের গালিগালাজ করে। এরপর আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনায় আমাদের পক্ষের ছাত্রলীগ কর্মী আহমেদ প্রিন্স আহত হয়েছেন।.

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন- ছাত্রলীগের কমিটি নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনার বিষয়টি আমার জানা নেই। তবে বাগবিতণ্ডা হয়েছে বলে শুনেছি।.

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, সম্প্রতি ছাত্রলীগের কমিটি গঠন কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ॥

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ