উখিয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পাহাড় কাটার সময় মাটি সহ ডাম্পার আটক।
২৪ সেপ্টেম্বর /০৯/২০২১ খ্রিঃ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা,উখিয়া উপজেলা মহোদয়ের সার্বিক ব্যবস্হাপনায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা,উখিয়া রেঞ্জ এর নেতৃত্বে হলুদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এর সহায়তা নিয়ে বিট কর্মকর্তা,দোছড়ি,ওয়ালাপলং ও হলুদিয়াপালং বিট,বনকর্মী,হেডম্যান এবং ভিলেজারদের সহ অভিযান চালিয়ে হলুদিয়াপালং বিটের ক্লাস্টারপাড়া এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি পাচার কালে একটি ডাম্পার গাড়ী আটক করে উখিয়া রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়েছে। বন মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।.
আপনার মতামত লিখুন: