
দপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।.
.
দিবসের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা, যেখানে বিশ্ববিদ্যালয়ের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ব্যরিষ্টার এম সরোয়ার হোসেন, বিজ্ঞাণ অনুষদের ডিন ড. আকতার হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম সহ অতিথিবৃন্দ।
.
.
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “এই বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের একটি আলোকবর্তিকা। আমরা চেষ্টা করছি গবেষণার পরিধি বাড়াতে ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে। আলোচনা শেষে এক আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। দিনটি সবাইকে উজ্জীবিত করে আরও নতুন উদ্যমে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।.
. .
ডে-নাইট-নিউজ /
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: