কুমিল্লা চৌদ্দগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ১৪২
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম;
কুমিল্লা চৌদ্দগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ১৪২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলায়ও বৃহস্পতিবার এসএসসি, দাখিল ও কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাই স্কুল, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়, চিওড়া বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়, গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, কাশিনগর বসন্ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বিজয়করা স্কুল এন্ড কলেজ, ধোপাখিলা উচ্চ বিদ্যালয় ও চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা, গুণবতী ফাযিল মাদরাসা, চিওড়া আজগরিয়া ফাযিল মাদরাসা, যশপুর সুফিয়া খাতুন মহিলা ফাযিল মাদরাসা ও কাশিনগর ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষায় ২০২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা ও চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কারিগরী শিক্ষাবোর্ডের পরীক্ষায় ১২৫ জনের মধ্যে ১২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি।
চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নকল রোধে শিক্ষকরা নিরলসভাবে কাজ করছে। একটি বিষয়ে না বল্লেই নয় এবার পরীক্ষার কেন্দ্রের ভেতরে মিডিয়া কর্মীদের প্রবেশ ও ছবি তোলা কর্তৃপক্ষ বাধা প্রদান করেন।
.
ডে-নাইট-নিউজ /
শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: