• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

প্রায় দুই বছর পর চীনের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৮ এএম;
প্রায় দুই বছর পর চীনের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু
প্রায় দুই বছর পর চীনের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে চীন। গত কয়েকদিন ধরে দেশটির বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর বিমান ওঠা-নামা করছে। .

২০২০ সালের শুরুর দিকে চীনের উহান শহরে প্রথম ধরা পড়ে করোনা ভাইরাস। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। ২০২০ সালের মার্চ মাসেই চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে বিশ্বের শতাধিক দেশের সঙ্গে দেশটির বিমান চলাচল বন্ধ হয়ে যায়।.

প্রায় এক বছর পর চলতি বছরের শুরুতে করোনা নিয়ন্ত্রণ বিধিনিষেধ শিথিল শুরু হয়। এরপর গত সপ্তাহে দেশটির করোনা নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়। তাতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনকালীন সময় ৭ দিন থেকে ৩ দিনে নামিয়ে আনা হয়। চায়নার বিমান কর্তৃপক্ষ গত মাসেই এক বিজ্ঞপ্তিতে জানায়, অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগামী মাস থেকে অর্থ্যৎ জুলাই মাস থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। ওই সময় কিছু কিছু এয়ারলাইন্স ফ্লাইট শুরু করে।.

গত বৃহস্পতিবার এয়ার চায়না জানায়, তারা ইউরোপ ও এশিয়ার শহরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে। প্রায় একই সঙ্গে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, হেইনান এয়ারলাইন্স ও শিয়ামেন এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটগুলোতে বিমান চলাচল শুরুর ঘোষণা দেয়। তবে ভারতের সাথে এখনও বিমান চলাচল শুরু হয়নি। . .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ