• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বর্ষ বরণ ১৪৩০ বঙ্গাব্দ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১৩ পিএম;
বর্ষ বরণ ১৪৩০ বঙ্গাব্দ 
বর্ষ বরণ ১৪৩০ বঙ্গাব্দ 

মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব : এসো হে বেৈশাখ এসো এসো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এই গীতিকাব্য আজ সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের বাঙালীদের মুখে মুখে মুখরিত চারদিক।  প্রকৃতির মাঝে দেখা দিয়েছে নতুন বছরের বিশেষ আগমনী বার্তা। প্রকৃতি যেমন সেজেছে অপরুপ সাজে তেমনি বাঙালিও সেজেছে আজ বাহারি সাজে।মেয়েরা সেজেছে সাদা শাড়ি লাল পাইর আর ছেলেরা সেজেছ ধুতি আর পাঞ্জাবিতে। স্কুল, কলেজ,ক্লাব, সংগঠনগুলো পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ আনন্দ শোভার যাত্রা মাধ্যমে দিবসটিকে বরণ করে। পান্তা ভাত আর ইলিশ ভাজির বিশেষ খাবারের আয়োজন যেন মনে করিয়ে দেয় একদিন বাঙালী ছিলামরে।.

সারাদেশের মতো আমাদের টাংগাইলের সখীপুরেও পহেলা বৈশাখের আয়োজন চোখে পড়ার মতো। সখীপুর উপজেলার প্রতিটি স্কুল, কলেজ চলছে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন। আমার মাধ্যমিক পাশ করা কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়েও পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ আনন্দ শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছেন স্কুল কর্তৃপক্ষ। তেমনিভাবে আমার মেয়ে জান্নাতুল মাওয়া বিন্তীর স্কুল বি এ এফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুরেও চলছে পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠান। উল্লেখ থাকে যে, আমার মেয়ে এবার বি এ এফ শাহীন কলেজ পাকাপু হতে ২০২৩ সালের ৩০শে এপ্রিল অনুষ্ঠিতব্য বিজ্ঞান বিভাগের এস এস সি পরীক্ষার্থী। নববর্ষ উপলক্ষে সকলের কাছে আমার মেয়ের জন্য দোয়া প্রার্থী।  পরিশেষে দেশবাসী, আমার শুভাকাঙ্ক্ষী, আমার সহকর্মী সাংবাদিকবৃন্দ সকলকে পহেলা বৈশাখের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ