• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাঞ্ছারামপুরের ফরদাবাদ ডঃ রওশন আলম কলেজ মাঠে জমজমাট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:০১ পিএম;
বাঞ্ছারামপুরের ফরদাবাদ ডঃ রওশন আলম কলেজ মাঠে জমজমাট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাঞ্ছারামপুরের ফরদাবাদ ডঃ রওশন আলম কলেজ মাঠে জমজমাট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজ বিকালে বাঞ্ছারামপুর উপজেলার ডঃ রওশন আলম কলেজ মাঠে ফরদাবাদ আদর্শ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মরহুম শিশু মিয়া মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় তেজখালী আদর্শ ফুটবল একাদশ বনাম ঝুনারচর ক্রিয়া ঐক্যপরিষদ একাদশ এর মধ্যে জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি বরেন্য খেলোয়াড়রা উক্ত খেলায় অংশগ্রহণ করে হাজার হাজার দর্শককে মাতিয়ে রাখেন। খেলার শুরুতেই উভয়পক্ষ আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা সুন্দরভাবে ফুটিয়ে তোলে। উভয় দল খেলায় জিততে মরিয়া হয়ে খেলতে থাকে। খেলায় উভয় দলই পাল্টাপাল্টি আক্রমণে গোল করতে চেষ্টা করে। বিরতি পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর উভয় দল আরো মরিয়া হয়ে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে দুই দলই অনেক গোল মিস করে। কিন্তু গোল যে সোনার হরিণ। শেষ পর্যন্ত ০ গোলে খেলা শেষ হয়। টুর্ণামেন্টের নিয়ম অনুযায়ী খেলায় গোল না হলে খেলার ভাগ্য ট্রাইবেকারে নির্ধারনের সিদ্ধান্ত হয়। উভয় দলকে পাঁচটি করে শট নেয়ার সুযোগ দেওয়া হয়।.


ট্রাইবেকারে যে বেশি গোল করবে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে । শেষ পর্যন্ত ট্রাইবেকারে তেজখালী একাদশ 4 - 2 গোলে ঝুনারচর একাদশকে হারিয়ে খেলায় বিজয় লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন ড‌ঃ   ক্যাপ্টেন অবঃ এবি তাজুল ইসলাম এম পি, ব্রাহ্মণবাড়িয়া - ৬ ও সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথিঃ মোঃ সিরাজুল ইসলাম, সাবেক যুগ্মসচিব, উপজেলা চেয়ারম্যান, বাঞ্ছারামপুর। এ কি মিত্র চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর।
প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, সহ-সভাপতি, ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। এ কে এম শহীদুল হক (বাবুল), চেয়ারম্যান ১ নং তেজখালী  ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ। মোঃ মাহবুবুর রহমান (উজ্জ্বল), চেয়ারম্যান, দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদ। আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় সভাপতিত্ব করেন আবদুল আজিজ, সাবেক চেয়ারম্যান ও সভাপতি, ৯ নং ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ। পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাশেদুল ইসলাম রাশেদ, চেয়ারম্যান, ৯ নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ। সার্বিক ব্যবস্থাপনায়, কামরুল ইসলাম শিপু, সভাপতি শিশুমিয়া মাস্টার ফাউন্ডেশন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জনাব ডঃ ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম, এমপি।.

 . .

ডে-নাইট-নিউজ / জিয়াউল হুদা প্রতিনিধি- বান্ছারামপুর ও নবীনগর উপজেলা 

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ