• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২৮ পিএম;
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।.

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। অন্যদিকে সকাল ৭টায় দলীয় কার্যলয়ে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্কস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনগুলো।.

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহর প্রদক্ষিণ করে।  শোভাযাত্রা শেষে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে উপজেলা সহকারী প্রোগ্রামার তাসলিমা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনর্চাজ (ওসি) আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান প্রমুখ।.

পরে দুপুর ১২ টায় উপজেলা পরিষদের ইনডোরে ফুলবাড়ী শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী ম-ল, সহকারী প্রোগ্রামার তাসলিমা খাতুন, একাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং শেখ রাসেল ল্যাবের জন্য তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।.

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন করা হয়।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ