• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম;
বিশ্বনাথ, অবৈধ, স্থাপনা, উচ্ছেদ, অভিযান
বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌরসভার যৌথ উদ্দ্যোগে পৌর শহরের নতুন বাজার ও পুরান বাজারে অবৈধ স্থাপনা, ফুটপাতের দোকান, উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।.

 .

 .

 .

 .

 .

 .

বৃহস্পতিবার (৭ নভেম্বর)  দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদের। এ সময় বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উপরের ফলের দোকান,অস্থায়ী কাপড়,সবজি বিক্রেতাদের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। ব্রিজের উপরে অবৈধ পার্কিংয়ে থাকা একটি সিএনজি(মৌলভী বাজার থ ১১ ২৯২৩) ও একটি কার (ঢাকা মেট্রো গ ১২ ৪৭১৮)বিশ্বনাথ থানায় নিয়ে যাওয়া হয়। টিএন্ড টি রোডের বাম পার্শের দোকানগুলোর চাল সহ ভেঙ উঠিয়ে দেওয়া হয় ও কিছু ব্যবসায়ীকে মালামালসহ সরিয়ে নিতে কিছু  সময় দেয়া হয়েছে। এছাড়া রাস্তার পাশের অবৈধভাবে সাইনবোর্ড, টিনের চালা ভাঙা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অন্যান্য ব্যবসায়ীকে নিজেদের সীমানায় ব্যাবসা করতে কড়া নির্দেশ প্রদান করা হয়।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

উপজেলা সহকারী কমিশনার(ভুমি)আলাউদ্দিন কাদের বলেন, আমরা আগেও বাজার মনিটরিং করে সবাইকে এ ব্যাপারে সতর্ক করেছি।পৌরসভার পক্ষ থেকে মাইকিং করানো হয়েছে।এবং লোক পাঠিয়েও আমরা তাদেরকে বলেছি তারা যেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেয়।তার পরেও তারা অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তাই বিশ্বনাথ পৌর এলাকাকে অবৈধ স্থাপনা,অবৈধ গাড়ি পার্কিং ও দখলমুক্ত করতে এবং পৌর শহরকে একটি মডেল হিসেবে রুপান্তরিত আমাদের এই অভিযান।এই অভিযান অব্যাহত থাকবে,এজন্য আমি বাজার কমিটি, ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করছি।.

 .

 .

 .

 .

 .

 .

 .

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামান,পৌর সহকারী প্রকৌশলী আশিষ লৌহ তালুকদার,পৌর হিসাবরক্ষক মোঃ সাজেদুল হক,পৌর নকশাকার আশরাফুজ্জামান চয়ন,পৌর লাইসেন্স পরিদর্শক মোঃ মোত্তালেব হোসেন,পৌর কার্য সহকারী জগন্নাথ সাহা,ভুমি অফিস সহকারী মিন্টু চন্দ,বিশ্বনাথ থানা পুলিশের এস আই আসাদ ও এস এই অনিকসহ নতুন বাজার ও পুরান বাজার কমিটির সদস্যবৃন্দ।.

.

ডে-নাইট-নিউজ /  মো. সায়েস্তা মিয়া

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ