• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ১ম টেংরা নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৬ এএম;
বিশ্বনাথ, ১ম, টেংরা, নাইট, মিডবার, ফুটবল, টুর্নামেন্ট, ফাইনাল, অনুষ্ঠিত 
বিশ্বনাথে ১ম টেংরা নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের টেংরা গ্রামবাসীর উদ্যোগে ১ম বারের মত সম্পন্ন হল টেংরা নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট ২৪ ইং। উক্ত টুর্নামেন্টের শিরোপা জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৩ নং অলংকারি ইউনিয়নের ইলেভেন স্টার সুমন ফুটবল ক্লাব টেংরা। ফাইনালে খাজাঞ্চি ইউনিয়নের সুয়েব একাদশ রহিমপুর বনাম ইলেভেন স্টার সুমন ফুটবল ক্লাব টেংরা একে অপরের বিরুদ্ধে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে। জমজমাট এই আয়োজনে ২ -০ গোলে সুয়েব একাদশ রহিমপুর খাজাঞ্চি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইলেভেন স্টার সুমন ফুটবল ক্লাব টেংরা। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

শুক্রবার (৮ নভেম্বর) রাতে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টেংরা গ্রামের বিশিষ্ট মুরব্বি, যুক্তরাষ্ট্র প্রবাসী আজম আলীর সভাপতিত্বে  শাহাদাত হোসেন ও আব্দুল হামিদ এর যৌথ পরিচালনায় টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেন,  ৬ নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ  দয়াল উদ্দিন তালুকদার। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী, টেংরা অগ্রণী যুব সংঘের কোচ আশরাফুল ইসলাম আসক, নেহা গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সহকারি সাধারণ সম্পাদক আব্দুল মতিন রনি, যুবদল নেতা  ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিম খাঁন প্রমুখ। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

এসময় আরো উপস্থিত ছিলেন, মুরব্বী বাবরু মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের  ৯ নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য কাঞ্চন ঘোষ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, কন্ট্রাক্টর জাহিদ খাঁন, ফ্রান্স প্রবাসী নজির মিয়া, বিশ্বনাথ পুরান বাজারের ব্যবসায়ী গয়াস মিয়া, সমাজকর্মী সৈরত আলী, জয়নাল খান, মুনিম খাঁন, মাহমুদ খাঁন, লাহিন খাঁন, রাহাত খাঁন, সুহেল মিয়া, সালেহ আহমেদ, তামীম সুমন, ,সৈয়দ আল ফাহাদ, ফাহিম খাঁন, রাসেল আহমদ, নাঈম খাঁন,ও ফাহিম খাঁন সহ অন্যান্যরা।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

খেলা শেষে রানার্সআপ দলকে একটি বাইসাইকেল ও বিজয়ী দলের হাতে একটি ওয়ালটন ফ্রিজ এবং সেরা খেলোয়াড়, সেরা দর্শক, গোলদাতাকে নগদ অর্থ সহ পুরস্কার প্রদান করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ