• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভাঙনে দুই লক্ষ মানুষ বাস্তুুচ্যুত: হাতিয়ার চানন্দী ইউনিয়নে মেঘনা নদী ভাংগন রোধে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৯ পিএম;
ভাঙন, দুই, লক্ষ, মানুষ, বাস্তুুচ্যুত: হাতিয়ার, চানন্দী, ইউনিয়ন, মেঘনা, নদী, ভাংগন, রোধ, মানববন্ধন
ভাঙনে দুই লক্ষ মানুষ বাস্তুুচ্যুত: হাতিয়ার চানন্দী ইউনিয়নে মেঘনা নদী ভাংগন রোধে মানববন্ধন

গিয়াস উদ্দিন রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে তীব্র নদী ভাংগনের হাত থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছেও সমাবেশ করেছে  ভুক্তভোগী  এলাকাবাসী।.

 .

 .

 .

 .



মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় মেঘনা নদীর তীরে নদী ভাংগনের শিকার হাজার হাজার এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে।.

 .

 .

 .



মানববন্ধনে স্থানীয়রা জানায়, বিগত তিন বছরে নদী ভাংগনে এখন পর্যন্ত প্রায় দুই লক্ষ মানুষ বাস্তুুচ্যুত হয়েছে। ২০ টি বাজার, মসজিদস মাদ্রাসাসহ  অর্ধশতাধিক বিদ্যালয় এবং কয়েক শতাধিক স্থাপনা বিলীন হয়ে যায়।.

 .

 .

 .

 .



নদী ভাংগন রোধে সরকারী অর্থ বরাদ্ধ হলেও ঠিকাদারের অবহেলায় অনিয়মের কারণে  এখনো কাজ শুরু হয়নি।  এছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অনিয়মের কারণে কোন কাজ হয়নি।  বক্তারা অবিলম্বে নদী ভাংগন রোধে সরকারী উদ্যোগের দাবী জানান।.

 .

 .

 .



এ সময় বক্তব্য রাখেন, চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল মাহমুদ, বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান তারেক প্রমূখ।  . .

ডে-নাইট-নিউজ / গিয়াস উদ্দিন রনি

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ