ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহত হয়েছেন ৮১ জন। ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছেন আরও ৫৫ জন। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজ্যর মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি বলেন, ৮১ জনকে আমরা হারিয়েছি, তাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান।। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা রয়েছেন।’.
উদ্ধারকাজ চালাতে কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে।.
দেশটির সেনাবাহিনী জানান, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ২৯ জন বাসিন্দাও। উদ্ধারকাজ চলছে।.
গত বৃহস্পতিবার টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধসের এ ঘটনা ঘটে। সেখানে ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: