ভারতের কানপুর প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ২৭ জন। গতকাল শনিবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে।.
কানপুর প্রদেশের ঘাটমপুর এলাকার কাছে একটি ট্রাক্টর ট্রলি পুকুরে উল্টে পড়ে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ২৬ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জন। ট্র্যাক্টরটি মন্দির থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।.
দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে। দ্রুতগামী একটি ট্রাক একটি লোডার টেম্পোর সঙ্গে ধাক্কায় ৫ জন নিহত ও ৭ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।.
এদিকে দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। .
এছাড়া প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: