সামাজিক যোগাযোগ ও নিউজ মাধ্যমে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আইসিসি ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।.
নিউজ ১৮সহ ভারতীয় বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে এমন খবর ভিত্তিহীন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’.
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। .
২০০৭-২০২২ এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। ২ বার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: