• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রমজান পর্যন্ত দেশে কোনো খাদ্য সংকট হবে না : মন্ত্রিপরিষদ সচিব


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১৪ পিএম;
রমজান পর্যন্ত দেশে কোনো খাদ্য সংকট হবে না : মন্ত্রিপরিষদ সচিব
রমজান পর্যন্ত দেশে কোনো খাদ্য সংকট হবে না : মন্ত্রিপরিষদ সচিব

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন রমজান পর্যন্ত দেশে কোনো খাদ্য সংকট হবে না। .

আজ মঙ্গলবার সচিব কমিটির বৈঠক শেষে সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৬ লাখ টনেরও বেশি খাদ্য মজুদ রয়ে গেছে। সুতরাং আমরা একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছি।.

তিনি বলেন, আগামী রোজা পর্যন্ত আমাদের কোনো খাদ্য সংকট হবে না। বিশেষ করে কৃষি সচিব এ নিয়ে গত ছয় মাস ধরে সমন্বয় করছেন। তাতে এই বোরো মৌসুম শেষ হয়ে গেলে আগামী মে মাস পর্যন্ত খাদ্য উদ্বৃদ্ধ থাকবে। যে খাদ্য আছে, সেটা ছাড়াও এবারে আমনের ফলন ভালো হয়েছে। খরা দীর্ঘায়িত হওয়ায় সুবিধা হচ্ছে যে নিম্নাঞ্চলেও আমন চাষ করা গেছে। সূর্যের আলো বেশি থাকাতে আলোকসংশ্লেষণ ভালো থাকায় ফসল ভালো হয়েছে। ধানে খুব একটা চিটা দেখিনি।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ