• ঢাকা
  • বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হলেন নবাগত ও বিদায়ী ইউএনও


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম;
রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হলেন নবাগত ও বিদায়ী ইউএনও
রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হলেন নবাগত ও বিদায়ী ইউএনও

রাঙ্গুনিয়ার নবাগত ইউএনও'র বরণ ও বিদায়ী ইউএনও'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সোমবার (২৬ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মো. মাসুদুর রহমান এবং নবাগত ইউএনও ইফতেখার ইউনুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খাঁন নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খান, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, আহমদ ছৈয়দ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না প্রমুখ। শেষে নবাগত ইউএনওকে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী ইউএনওকে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।.

.

ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী রাঙ্গুনিয়া

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ