গত শুক্রবার (১৭ জানুয়ারি) ভলান্টিয়ার ফর বাংলাদেশ - গাজীপুর জেলার প্রজেক্ট ‘উষ্ণ আলিঙ্গন সিজন-২’ এর আয়োজনে জয়দেবপুর জংশন এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। .
.
বেলা ১২টা অবধি সংগঠনের স্বেচ্ছাসেবীরা নারী, পুরুষ ও শিশুদের মাঝে সুশৃঙ্খলভাবে পোশাক বিতরণ করেন। এসময় শীতের উষ্ণ পোষাক পেয়ে খুশির কথা জানান তারা।.
.
.
প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার উর্মির নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটি মেম্বার শিমা আহমেদ, সভাপতি মোহাম্মদ সজীব হাসান জয়, সা. সম্পাদক মোহাম্মদ সাকিব হাসান সজীব, কোষাধ্যক্ষ শাহিদ আফ্রিদি। মানব সম্পদ কর্মকর্তা আফসানা আক্তার মুক্তা এবং জনসংযোগ কর্মকর্তা শাহরিয়ার হাসান অপূর্ব।.
.
.
এদিন শীতবস্ত্র বিতরণ শেষে উপস্থিত স্বেচ্ছাসেবীরা সদরের রাজবাড়ি মাঠে ‘সিভিক এংগেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় স্বেচ্ছাসেবীরা নিজেদের নাগরিক অধিকার, ভবিষ্যৎ বাংলাদেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন।.
ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র
আপনার মতামত লিখুন: