• ঢাকা
  • শনিবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্বচ্ছ ভােটার তালিকা প্রণয়ন ছাড়া বিএনপির সম্মলনে অংশ না নেয়ার ঘােষণা একাংশের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩২ পিএম;
স্বচ্ছ ভােটার তালিকা প্রণয়ন ছাড়া বিএনপির সম্মলনে অংশ না নেয়ার ঘােষণা একাংশের
স্বচ্ছ ভােটার তালিকা প্রণয়ন ছাড়া বিএনপির সম্মলনে অংশ না নেয়ার ঘােষণা একাংশের
স্বচ্ছ ভােটার তালিকা প্রণয়ন ছাড়া আগামী ১৮ জানুয়ারীর ব্রহ্মাণবাড়িয়া জেলা বিএনপির সম্মলনে অংশ না নেয়ার ঘােষণা দিয়েছে একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের কাচারি পাড় এলাকায় পৌরমুক্ত মঞ্চ তারেক রহমান ঘোেষিত ৩১দফা দাবি বাস্তবায়নে আয়ােজিত সমাবেশ থেকে এই ঘােষণা দেয়া হয়।
 
সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মােল্লা কচির সভাপতিত্ব ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খােকন, সাবেক সিনিয়র সহ সভাপতি এড.শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি এড়. গােলাম সারােয়ার খােকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মােমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামাে মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘােষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে হলে ত্যাগী ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মহল ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে আগামী ১৮ জানুয়ারী প্রহসনের সম্মেলন করার পায়তারা করছে।
 
 
তারা স্বচ্ছ ও পূর্নাঙ্গ ভােটার তালিকা তৈরি না করে যেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তা মেনে নেয়া হবেনা। এছাড়াও বক্তারা সম্মেলনের গণতন্ত্ররক্ষায় ও ভােটের অধিকারের জন্য আন্দোলন চালিয় যাবার পাশাপাশি জেলা বিএনপির বৃহৎ একটি অংশ সম্মেলনে যােগ না দেয়ার ঘােষনা দেন।
 
 
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুন  সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে সমাবেশস্থলে যােগদেয়।
.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ