লক্ষ্মীপুরের কমলনগরে আমানত ব্রিকস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১৮ জানুয়ারী) উপজেলর ১নং চর কালকিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমানত ব্রিকস সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।.
এসময় ঐ এলাকার ডাক্তার করিম,ইব্রাহিম সুমনও মাষ্টার এলাকার আবুল কালাম,তারেক সোলাইমান,নিজাম,আজিম,ইসলাম,রোবেল, সবুজ,নজির, ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর আলম,শাহাজান, রিয়াজ,রাজু,.
এলাকাবাসী আনোয়ার হোসেন, জামাল উদ্দিন ও মো. ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।.
.
.
বক্তারা জানায়, দীর্ঘদিন ধরে কালকিনি ইউনিয়নে ১নং ওয়ার্ডের জনবসতি এলাকায় বাংলা ভাটা বসিয়ে পরিবেশ দূষণ করছেন। আশপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও বসতঘরসহ জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভাটার ট্রলির কারণে অভ্যন্তরীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাটার কালো ধোঁয়ার কারণে গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে। গাছে ফলমূল ধরা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ইটভাটা বন্ধ না হলেও স্থানীয় জনগণকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।.
.
.
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভাটা এলাকার একাধিক মানুষ জানায়, ভাটা মালিক বাহার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। টাকা দিয়ে ম্যানেজ করে ভাটা পরিচালনা করে এসেছেন তিনি। তখন এলাকাবাসীর আন্দোলনে বন্ধ হয়ে যায়। .
এখন আবার জনবসতিপূর্ণ এলাকায় ভাটা পরিচালনা করতে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির নেতাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন তিনি।.
ইব্রাহিম সুমন বলেন, ইটভাটার ধোয়ার কারণে আমাদের শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে। এছাড়া চর্মরোগেও আক্রান্ত হতে হচ্ছে। এ ইটভাটা আমাদের পরিবেশের ক্ষতি করছে। সরকারের কাছে আবেদন, যেন দ্রুত এ ভাটা বন্ধ করে দেয়।.
.
ঐ এলাকার তারেক সোলাইমান বলেন, প্রায় দুই যুগ ধরে জনবসতিপূর্ণ এলাকায় বাহার পটোয়ারীর ইটভাটা কার্যক্রম চলছে। ইটভাটার ধোঁয়া পরিবেশ দূষণ হচ্ছে। এলাকা নারিকেল-সুপারিসহ বিভিন্ন গাছে ফল ধরা কমে গেছে। ইটভাটার ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দা ও শিক্ষার্থীরা নানান রোগে আক্রান্ত হচ্ছে।.
ভাটা মালিক মহিউদ্দিনকে বার বার ফোন করে পাওয়া যায় নাই।.
.
এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, আমানত ব্রিকস সম্পর্কে খবর পেয়েছি । আমরা বন্ধের জন্য ব্যবস্থা নিচ্ছে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: