পরিবারের সঙ্গে দুই দিনের বিশ্রাম শেষে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় ক্রাইস্টচার্চের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেবে টাইগাররা। সেখানে তারা চারটি টি-২০ খেলে দল যাবে অস্ট্রেলিয়া। যদি ফাইনালে উঠতে পারে তাহলে ম্যাচের সংখ্যা আরও একটি বাড়বে।.
নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে তিন জাতির টুর্নামেন্ট খেলতে দলের সঙ্গে গেছেন সৌম্য ও শরিফুল। ওপেনিং জুটির টানা ব্যর্থতার খোলস ছেড়ে বের হতেই অধিনায়ক সাকিবের আগ্রহে সৌম্য দলভুক্ত হয়েছেন। অধিনায়ক সাকিব দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের সবুজ ঘাসের হার্ড ও বাউন্সি উইকেটে সহায়তা পেতে শরিফুলকে নেওয়া হয়েছে। .
অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। ‘বি’ গ্রুপে সাকিব বাহিনীর প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্ব থেকে আসা দুটি দল। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ছয়টি প্রস্তুতিমূলক আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।.
৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগাররা গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি টি-২০ ম্যাচ খেলেছিল। হেরেছিল সবগুলো। . .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: