• ঢাকা
  • শনিবার, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম;
রামগতি,-কমলনগর, বিপ্লব, সংহতি, দিবস, বিএনপি, জনসভা
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা

মোঃ নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে সাবেক সংসদ এবিএম আশরাফ উদদিন নিজানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার(৭নভেম্বর) দুপুরে উপজেলার হাজির হাট বাজারে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.হাছিবুর রহমান হাছিব, বিশেষ অতিথি জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এড.আহম্মেদ ফেরদাউস মানিক, জেলা বিএনপির সদস্য এড.হাফিজুর রহমান, প্রধান বক্তা সদর পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী,যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, জেলা যুবদলের আহবায়ক মো.হুমায়ুন, সি:যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড.মহসিন কবির, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, রামগতি বিএনপির আহবায়ক মো.জামাল উদ্দিন, সদস্য সচিব মো.সিরাজুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি মো.আজাদ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠুসহ প্রমুখ।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

প্রধান অতিথি এড.হাছিবুর রহমান হাছিব বলেন, বিপ্লব ও সংহতি দিবস বিএনপির জন্ম। এদিনে স্বাধীনতার পর দেশে আওয়ামী শাসন ও বাকশাল কায়েম থেকে আপাময় জনসাধারণকে মুক্তি দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান। বিপ্লব ও সংহতি দিবস বাঙালী জাতির জন্য মুক্তি ও ২য় স্বাধীনতা ছিল। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) গন মানুষের নেতা এবিএম আশরাফ উদদিন নিজান তার একক নেতৃত্বে গত ২৬বছরে আওয়ামী স্বৈরাচারের নির্যাতন হামলা-মামলা শিকার বিএনপির নেতা-কর্মীদের পাশে ছিলেন। তারই ফসল বিপ্লব ও সংহতি দিবসের জনসমুদ্রে পরিনত হয়েছে। আগামীর লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন এবিএম আশরাফ উদদিন নিজান এমন আশা ব্যক্ত করছি।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

লক্ষ্মীপুর-৪আসনের সাবেক সংসদ, সাবেক চেয়ারম্যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটি, সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান জানান, রামগতি-কমলনগরের মানুষের পাশে গত২৬ বছর ছিলাম। আওয়ামী লীগের হামলা-মামলা নির্যাতনে জর্জরিত হাজার হাজার নেতা-কর্মী। তাদের সুখে-দু:খে আগামীতে থাকতে চাই। জননেতা তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছিল বাঙালী জাতির নতুন মুক্তির দিন। বিপ্লবের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান নতুন দিগন্তে সূচনা করেন। .

 .

 .

 .

.

ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ