• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রারেয়া বেওয়ার স্বপ্নের ঘর গড়ে দিল স্বপ্নিল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৬ পিএম;
রারেয়া বেওয়ার স্বপ্নের ঘর গড়ে দিল স্বপ্নিল
রারেয়া বেওয়ার স্বপ্নের ঘর গড়ে দিল স্বপ্নিল

দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সর্বস্বহারা বিধবা রাবেয়া বেওয়াকে টেনসেড বাড়ি গড়ে দিল সামাজিক সংগঠন স্বপ্নিল। ‘স্বপ্ন নিয়ে লড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নিল গৃহায়ন প্রকল্পের আওতায়দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে নির্মাণকৃত গতকাল রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে রাবেয়া বেওয়াকে বাড়িটি হস্তান্তর করেন স্বপ্নিল সংগঠনের নেতৃবৃন্দরা। 
    এসময় স্বপ্নিলের প্রতিষ্ঠাতা বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. ফয়সাল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, স্বপ্নিলের সদস্য আলাউদ্দিন হোসেন, দিনাজপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুত সোহাগ, মুশফিকুর রহমান পাভেল, শাহাজান আলী, গ্রামবাসী জাফর মিয়া প্রমুখ।
    বাড়ী পাওয়া রাবেয়া বেওয়া বলেন, আমার জায়গা জমি কিছুই ছিল না। আমার কষ্টের জীবনযাপন দেখে স্বপ্নিল নামের একটি সংগঠন আমার ভগ্নিপতির জায়গাতে একটি ঘর নির্মাণ করে দেন। স্বপ্নিলের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 
    স্বপ্নিলের প্রতিষ্ঠাতা মো. ফয়সাল হক, ২০২০ সালের ২৬ মার্চ খাবার বিতরণের মধ্যদিয়ে স্বপ্নিলের যাত্রা শুরু হয়। বর্তমানে স্বপ্নিল দেশের বিভিন্ন স্থানে ৫ টি ঘর নির্মাণসহ নানান প্রকার সহযোগিতা করে আসছে। রাবেয়া বেওয়ার দুর্দশাময় জীবন দেখে আমরা তাকে বাড়ি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেই।
    উল্লেখ্য, রাবেয়া বেওয়ার স্বামী মানিক মিয়া কয়েকবছর পূর্বে ক্যান্সারে মারা যান। স্বামীকে বাঁচানোর প্রয়াসে বাড়ির দেড়শত ভিটে মাটিসহ সবকিছুই বিক্রি করে দেন রাবেয়া বেওয়া। তবুও পারেন’নি স্বামীকে বাঁচাতে। সর্বস্বহারা হয়ে ভগ্নিপতির বারান্দায় ঝড়-বৃষ্টি ও তীব্র শীতে রাত কাটাতেন রাবেয়া বেওয়া। বিষয়টি স্বপ্নিলের সদস্যদের চোখে পড়লে তারা তাৎক্ষণিকভাবে রাবেয়া বেওয়াকে তার ভাগ্নিপতির জায়গার ওপর একটি টিনসেডের বাড়ি নির্মাণ করে দেন। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ