ছন্দে ফিরল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আজ রবিবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। .
রবিবারের আগে শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় পেয়েছিল বার্সেলোনা। তবে রবিবার ছন্দে ফেরে স্প্যানিশ জায়ান্ট। রিয়াল বেতিসকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল জাভি হার্নান্দেজের দল। .
এদিন বার্সার হয়ে রবার্ট লেভানডোভস্কি, রাফিনহো ও আন্দ্রেস ক্রিস্টেনসন একটি করে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী।.
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। আর তাতে ফলও মেলে দ্রুত। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রাফিনহোর চমৎকার এক ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন আন্দ্রেস ক্রিস্টেনসন। .
৩৩তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল বেতিস।.
দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালেস। এর তিন মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বেতিস। জুলস কুন্দের চমৎকার ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডোভস্কি। ৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাফিনিহো। ৮২তম মিনিটে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির শট বেতিসের রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।.
এই জয়ে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: