• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ৩ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম;
লক্ষ্মীপুর, গুড, নেইবারস, বাংলাদেশ, ৩, খাদ্য,  চিকিৎসা, সহায়তা, প্রদান
লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ৩ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।

মো: নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে গুডনেইবারস বাংলাদেশ বন্যা কবলিত এলাকা রামগতি-কমলনগরে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মাঈন উদ্দিন মাইনুল গুড নেইবারস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

জাপান প্লাটফর্ম এর অর্থায়নে রামগতি-কমলনগরে দশ হাজার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরন করেন। ৯ নভেম্বর সকাল ১১টায় রামগতি উপজেলা আজাদ নগরে উত্তর চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রে এক হাজার পঞ্চাশ জনের মাঝে খাদ্য সহায়তা ও চারশ জনকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে । .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট কোর্ডিনেটর গুড নেইবারস জাপান মিস ইউকি ইউশমোরা, ডা: মো: মাসুদ জাহান মাহমুদ আবাসিক মেডিকেল অফিসার স্বাস্থ্য কমপ্লেক্সে রামগতি, মাওলানা আবুল খায়ের সুপার পাটোয়ারীর হাট মহিলা দাখিল মাদ্রাসা । মো: আফসার উদ্দিন অর্থ ব্যবস্থাপক গুড নেইবারস বাংলাদেশ, মো:  সাইফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, মো: পারভেজ আহমেদ স্বাস্থ্য কর্মকর্তা, রিফাত আল মাহমুদ প্রোগ্রাম অফিসার সহ গুড নেইবারস বাংলাদেশ এর আরো অন্যান্য উপস্থিত ছিলেন।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন,  গত ২২ আগষ্ট থেকে টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টির পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সর্বক্ষণ ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। সর্বশেষ গুড নেইবারস বাংলাদেশ রামগতিতে ছয় হাজার মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় আড়াই হাজার মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করায় রামগতি বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুড নেইবারস বাংলাদেশের এসব সামাজিক কাজে অবশ্যই প্রশংসার দাবিদার। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

প্রসঙ্গত গত ২৬ অক্টোবর থেকে গুড নেইবারস বাংলাদেশ রামগতি - কমলনগরে মোট দশ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. সবুজ, ডা. মেহরাজুল, ডা. শুভ। .

.

ডে-নাইট-নিউজ / মো: নুর হোসেন

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ