• ঢাকা
  • শনিবার, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখীপুরে অপমান সইতে না পেরে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আত্মহত্যা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০০ পিএম;
সখীপুর, অপমান, সইতে, না, পেরে, এক, প্রাথমিক, বিদ্যালয়, শিক্ষক, আত্মহত্যা
সখীপুরে অপমান সইতে না পেরে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আত্মহত্যা

সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি : টাংগাইলের সখীপুর উপজেলার বড় চওনা ইউনিয়নের দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল মাস্টার গত ৪ঠা নভেম্বর ২০২৪ সোমবার দিবাগত রাতে নিজ বাড়ির রান্নাঘরে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারন হিসেবে নিহত নুরুল মাস্টারের একমাত্র মেয়ে নিপা জানান আমার বাবা অপমান সইতে নাপেরে রাগে ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেছে।নিপা জানান গত আগষ্ট মাসে এলাকার কিছু দুষ্কৃতকারী আমার বাবার বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির মিথ্যা অভিযোগ এনে এলাকায় একটি মানব বন্ধন করে এবং জোর পূর্বক চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করে। এরপর থেকে আমার বাবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছিলো এবং মানসিকভাবে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

গত ৪ঠা নভেম্বর ২০২৪ সোমবার সন্ধ্যায় একই এলাকার কামাল মাস্টারের নেতৃত্বে খায়রুল, সজীব,হামিদুল, আরাফাত গংরা আমার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা দাবী করে। ইতিপূর্বেই এরা আমাদের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলো। কামাল মাস্টার গংদের দাবীকৃত টাকা নাদিলে অন্যথায় আমার বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। নিপা আরো জানান কামাল মাস্টার গংদের অপমান সইতে নাপেরে বাবা আমাদের পরিবারের কাউকে কিছু না বলে রাতের কোন এক সময়ে বাড়ির রান্নাঘরে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মাহত্যা করেছেন। আমার বাবার হত্যাকারী কামাল মাস্টার গংদের উপযুক্ত বিচার চাই। আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।এলাকাবাসীর দাবী সুষ্ঠু তদন্তের মাধ্যমে নুরুল মাস্টারের আত্মহত্যার প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।.

.

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ