আগামী ১৯ নভেম্বর শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের দিন ডাক দেয়া হয়েছে পরিবহন ধর্মঘটের। দুই দফা দাবিতে সিলেট জেলা পরিবহন মালিক সমিতি ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট আহ্বান করেছেন। .
ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সংগঠনটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল কবীর পলাশ।.
ইতিমধ্যে দেশের যেসব বিভাগে বিএনপির গণসমাবেশ হয়েছে সেসব স্থানে ডাকা হয়েছে পরিবহন ধর্মঘট। আজ বুধবার রাতে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বিএনপির গণসমাবেশের দিন শনিবার পূর্ণদিবস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। যদিও পরিবহন মালিকরা বলছেন, তাদের এই ধর্মঘট পূর্বনির্ধারিত ছিল। বিএনপির সমাবেশের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। .
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল কবীর পলাশ জানান, দুইদফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। দাবিগুলো হলো নতুন করে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দেয়া এবং অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী পরিবহন না করা ও চালকের আসনের পাশে গ্রিল লাগানো। .
বিএনপির গণসমাবেশের সাথে ধর্মঘটের কোন সম্পর্ক নেই দাবি করে পলাশ বলেন, বিএনপির সমাবেশের তারিখ ছিল ২০ নভেম্বর। পরবর্তীতে তারা তারিখ পরিবর্তন করেছে ১৯ নভেম্বর। কিন্তু পরিবহন মালিক সমিতি এর আগেই তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তাই বিএনপির সমাবেশের সাথে এই ধর্মঘটের কোন সম্পর্ক নেই।.
এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, গণসমাবেশ ঘিরে সিলেট বিভাগজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবহন ধর্মঘট এই উচ্ছ্বাসে ভাটা ফেলবে না। দেশের অন্যান্য বিভাগের মতো সিলেটের গণসমাবেশেও নেতাকর্মীরা বিকল্প পন্থায় অংশ নেবেন। আগের দিনই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী সিলেট আসবেন। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: