• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সুদানে দুই বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে প্রায় ২০০


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম;
সুদানে দুই বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে প্রায় ২০০
সুদানে দুই বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে প্রায় ২০০

সুদানে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষ তৃতীয় দিনের মতো চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৮০০ মানুষ।.

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে আজ মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।.

এদিকে সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৩ দিনের লড়াইয়ে অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন।.

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি খুবই অস্পষ্ট। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা বলা কঠিন। দুই পক্ষই ঘনবসতিপূর্ণ এলাকায় ট্যাংক, আর্টিলারি ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করছে।.

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।.

বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে সম্প্রতি আধাসামরিক বাহিনী আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার একটি উদ্যোগ নেওয়া হয়। আর এই বিষয়টি নিয়েই সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ