• ঢাকা
  • বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সুদানে বিমান হামলায় ৪৩ জন নিহত, আহত ৫৫


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৪ এএম;
সুদানে বিমান হামলায় ৪৩ জন নিহত, আহত ৫৫
সুদানে বিমান হামলায় ৪৩ জন নিহত, আহত ৫৫

উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে বিমান হামলা চালানো হয়েছে। এতে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন।.

গতকাল ১০ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টার দিকে কুরো মার্কেট এলাকায় এ বিমান হামলা চালানো হয়।.

রাজধানীতে সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।.

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার জন্য দেশটির বিমানবাহিনীকে দায়ী করেছে।.

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মেডিকেল গ্রুপের মতে, রোববার সুদানের রাজধানী খার্তুমের একটি খোলা বাজারে বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫৫ জন।.

বিমান হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। আরএসএফ ওই বিমান হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে।.

তবে সুদানের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। দাবিটিকে ‘বিভ্রান্তিকর’ এবং ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ