• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সেমি ফাইনাল দৌড়ে বাংলাদেশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৫ এএম;
সেমি ফাইনাল দৌড়ে বাংলাদেশ
সেমি ফাইনাল দৌড়ে বাংলাদেশ

সহজ কথা যায় না বলা সহজে। সেই কাজটাই করে দেখিয়েছে বাংলাদেশ। বোলিং তোপে জিম্বাবুয়েকে ধসিয়ে দেওয়ার পরও ম্যাচ জিততে হয়েছে শেষ বলের নাটকীয়তায় মাত্র ৩ রানে। .

১২ ওভার শেষে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬৯। সেই জিম্বাবুয়ের স্কোর ২০ ওভার শেষে ১৪৭। এই জয়ে ২ পয়েন্ট পেলেও নেট রানরেটের ঘর এখনও টাইগারদের মাইনাসে ভরা। আর সেই নেতিবাচক নম্বর সমীকরণে প্রভাব ফেলবে নিশ্চিত। .

সে যাইহোক টানা ২ জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসেছে ভারত। ফলে ওলটপালট গ্রুপ দুইয়ের হিসেব-নিকেশে। এখনও কারও সেমিফাইনাল নিশ্চিত নয়।.

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। এবং পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৩টি ম্যাচে রোহিত শর্মাদের পয়েন্ট ৪। তাদের নেট রানরেট +০.৮৪৪।.

পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। ৩টি ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্টও ৪। ভারতের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশ। সাকিবদের নেট রানরেট -১.৫৩৩।.

প্রত্যেক দলেরেই বাকি আছে ২টি করে ম্যাচ। সেই ম্যাচের জয়-পরাজয়েই আবারও ওলটপালট হবে সমীকরণ। একমাত্র নেদারল্যান্ডস ছাড়া এখনও কারো সেমির স্বপ্ন একেবারেই শেষ হয়ে যায়নি। যদিও বাংলাদেশকে কোনো হিসেব ছাড়া সোজা সেমি নিশ্চিত করতে পাকিস্তান ও ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে হারাতে হবে।. .

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ