
টানা ২ ম্যাচ জয় করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিজেদের নিশ্চিত করেছেন তামিম ইকবালের দল। একই সাথে প্রথম দল হিসেবে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ।.
দীর্ঘ ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমেছিলো বাংলাদেশ। বছরের শুরুর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন বাংলাদেশ দলের তরুন দুই ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব আর মেহেদী হাসান মিরাজ। ওই ম্যাচে আফগানদের দেয়া ২১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। তবে ২২৫ বলে ১৭৪ রানের দারুণ জুটি গড়ে দলকে জয় এনে দেন আফিফ-মিরাজ।.
দ্বিতীয় ম্যাচে অবশ্য তামিমের দল আগের ভুলের পুনরাবৃত্তি করেনি। আগের ম্যাচের টপ অর্ডারে ব্যর্থতার ভোগান্তি দ্বিতীয় ম্যাচে অনেকটাই দূর হয়ে যায়। ১২৬ বলে ওপেনার লিটন দাস করেন ১৩৬ রান। লিটনকে যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম। ১৮৬ বলে ২০২ রানের জুটি গড়ে দলকে ৩০৬ রানের বড় সংগ্রহ নিয়ে গেছে এই জুটি। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ২১৮ রানেই গুটিয়ে যায় আফগানরা।.
তাই তৃতীয় ম্যাচে অনেকটাই ফুরফুরে টিম টাইগার্স। চট্টগ্রামে আগামী কাল সোমাবার জয় পেলেই আফগানরা হবে বাংলাওয়াশ। সাথে পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ের ৬ ওঠার সুযোগও থাকছে তামিমের দলের সামনে।. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: