• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, ৩ পুলিশ প্রত্যাহার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:২৬ পিএম;
৩ পুলিশ প্রত্যাহার তদন্ত কমিটি গঠন
৩ পুলিশ প্রত্যাহার তদন্ত কমিটি গঠন

অবসরপ্রাপ্ত মেজর (সিনহা মোহাম্মদ রাশেদ খান) হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় টেকনাফ থানার বরখাস্ত  কৃত ওসি প্রদীপ কুমার দাশের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মো.হাসানুজ্জামান।
তিনি জানান, এসটিআই শাহাব উদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ও জানান পুলিশ সুপার। তিন দিন ধরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। প্রথম দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ দেখা যায় আসামি প্রদীপ কুমার কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কথা বলছেন! এই ঘটনা নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এঘটনা পুলিশ সুপার এর নজরে আসলে সাথে সাথে ব্যবস্হা নেন.

.

ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার, কক্সবাজার

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ