• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় মারুফা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৩ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম;
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় মারুফা
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় মারুফা

২০২৩ সালে দারুণ বছর পার করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানো পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের এমন সাফল্যে বড় ভূমিকা ছিল তরুণ পেসার মারুফা আক্তারের।.

দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরুপ এবার আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন এই পেসার। মারুফা ছাড়াও এ তালিকায় আছেন আরও তিন জন। তারা হলেন- অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার। .

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেকের পর গেল ফেব্রুয়ারিতে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন মারুফা।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ