• ঢাকা
  • শুক্রবার, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি নেতা বনে যাওয়ার গল্পে আবারও নিপিড়ীত এলাকাবাসী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:২৬ পিএম;
আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি নেতা বনে যাওয়ার গল্পে আবারও নিপিড়ীত এলাকাবাসী
আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি নেতা বনে যাওয়ার গল্পে আবারও নিপিড়ীত এলাকাবাসী

বিশেষ  প্রতিবেদক : দীর্ঘদিন যাবত বরিশাল জেলার কাজির হাট ভাষানচর ইউনিয়নের আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শাহাবুদ্দিন ফকির এর ক্যাডার হিসাবে পরিচিত আল আমিন মাতুব্বর। আওয়ামী লীগ শাসনামলে দলের সাইনবোর্ড ব্যবহার করে নানা অপকর্ম করে সুবিধা ভোগী এ আলামিন পাঁচ আগষ্টের পর খোলস পাল্টে বর্তমানে বিএনপির ট্যাগ লাগিয়ে আবারও বিভিন্ন অপকর্ম করে রয়েছেন বহাল তবিয়তে।.

 .

 .

৫ আগষ্টের পর ভাষানচর ইউনিয়ন বিএনপি এলাকার শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে কর্মসূচি পালনের সময় জনসম্মুখে সকল নেতা কর্মীর সামনে থেকে মাইক ফেলে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আলামিন মাতব্বর।সেদিন তার সাথে বেশ কয়েকজন মুখোশ পাল্টানো লোকজন থাকায়, কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।.

আলামিনের হাত থেকে রক্ষা পায়নি ভাষানচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব বদরুল আলম বাদলও,অন্যায় ভাবে তাকে বিনা অপরাধে সম্মান হানী করে।.


৩০ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডে প্রোগ্রাম চলাকালীন সময়ে সন্ত্রাসী কার্যকালাপ চালায় আল-আমীন মাতব্বর,শুধু তাই নয় তার অকথ্য ভাষায় গালিগালাজের হাত থেকেও রক্ষা পায়নি বিএনপির নেতাকর্মীরা।.


 
 আল আমিন মাতুব্বরের পরিবার জুড়ে রয়েছে আওয়ামী রাজনীতির প্রভাব প্রতিপত্তি তার বাবা দুই নাম্বার ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ইউসুফ মাতুব্বরের রয়েছে আওয়ামী রাজনীতিকে হাতিয়ার  সমাজে অপকর্ম হাজার রেকর্ড।   আওয়ামী অপশক্তির কাছে এলাকার সকলেই ছিলো অসহায় ও নীরব।.

 .

এবিষয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাদের অবহিত করলেও পাওয়া যায়নি কোন উত্তর কিংবা  ব্যবস্হা গ্রাহনের আশ্বাস। তাদের তান্ডবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়ে সাধারন মানুষও নিস্তব্ধ নিরব। এই বিষয়ে অতি দ্রুত বিএনপির উর্ধতন পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন ভাষানচর ইউনিয়নের হাজীকান্দের জণসাধারন পাশাপাশি এলাকার শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তারা।.

 . .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ