• ঢাকা
  • বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে মিছিল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম;
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে মিছিল
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি: গণহত্যাকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
 
এরআগে উত্তর তেমুহনী এলাকায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। 
পরে কফিন নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, রেদোয়ান হোসেন রিমন প্রমুখ।
 
এসময় তারা গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।
.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ