• ঢাকা
  • বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আন্তর্জাতিক কোস্টাল আল্ট্রা ১০০ কিলোমিটারে দৌড়াবেন বিশ্বনাথের জিয়া উদ্দিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৫ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫৭ পিএম;
আন্তর্জাতিক কোস্টাল আল্ট্রা ১০০ কিলোমিটারে দৌড়াবেন বিশ্বনাথের জিয়া উদ্দিন
আন্তর্জাতিক কোস্টাল আল্ট্রা ১০০ কিলোমিটারে দৌড়াবেন বিশ্বনাথের জিয়া উদ্দিন

বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট আন্তর্জাতিক কোস্টাল আল্ট্রা দৌড়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে এক মাত্র জিয়া উদ্দিনের অংশগ্রহন নিশ্চিত হয়েছে।.

বিশ্বনাথ উপজেলার ৪ নং রামাপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের কৃতিসন্তান মৃত শামছুন নুর এর পুত্র মোঃ জিয়া উদ্দিন কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ১০০ কিলোমিটার কোস্টাল আল্ট্রা দৌড়ে অংশগ্রহন করছেন বলে তিনি জানিয়েছেন।.

 

কোস্টাল আল্ট্রা দৌড় ৫০, ১০০, ১৬১, ২০০ কিলোমিটার চার ক্যাটাগরিতে হয়ে থাকে। গেল বছর জিয়া উদ্দিন ৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ ম্যাথারন দৌড় তিনি সফলভাবে সম্পন্ন করেন। ২০২৫ সালে ১০০ কিলোমিটার দৌড়ের মধ্যে জিয়া উদ্দিন একজন দৌড়বিদ।.

 

১০০ কিলোমিটারে দেশ- বিদেশের মোট ৭১ জন সিলেক্টেডের মধ্যে বিশ্বনাথের আমতৈল গ্রামের মোঃ জিয়া উদ্দিন রয়েছেন। উক্ত ইভেন্টে দেশ-বিদেশের সর্বমোট চার ক্যাটগরিতে ৩৮০ জন দৌড়বিদ কোস্টাল আল্ট্রায় অংশগ্রহণ করবে।.

জিয়া উদ্দিন দৈনিক জৈন্তাবার্তাকে জানিয়েছেন তার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু ইভেন্টে অংশগ্রহনের অপেক্ষায় আছেন তিনি। ইভেন্টটি ২০,২১,২২ ফেব্রুয়ারী কক্সবাজারের ইনানী বিচ থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত গিয়ে আবার ইনানী বীচে এসে শেষ হবে। তিনি সফলতা ও শারীরিক সুস্থতার জন্য বিশ্বনাথ উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।.

 
 
 
.

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ