• ঢাকা
  • বৃহস্পতিবার, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২০ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কর্ণফুলীতে দ্বিতীয় বারের মত কিশলয় মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৬ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১০ পিএম;
কর্ণফুলীতে দ্বিতীয় বারের মত কিশলয় মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ
কর্ণফুলীতে দ্বিতীয় বারের মত কিশলয় মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ

কর্ণফুলীতে কিশলয় পাঠাগার কর্তৃক দ্বিতীয় বারের মতো আয়োজিত কিশলয় মেধা যাচাই পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার বিকালে পাঠাগারটির অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে  উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাঠাগারের ওয়েবসাইট https://kisholoy.weebly.com এ ভিজিট করে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ যে কেউ ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন।.

 .

এর আগে গত ১৪ই ফেব্রুয়ারী শুক্রবার সকালে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতাধিক বাছাইকৃত শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কর্ণফুলী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মৌলিক বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতা যাচাই ও অনুধাবন দক্ষতা পর্যবেক্ষণের লক্ষ্যে কিশলয় পাঠাগার ব্যতিক্রমী এই পরীক্ষার আয়োজন করেছে যা নিয়মিত আয়োজিত হবে বলে কিশলয় পাঠাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।.

 .

উল্লেখ্য যে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১ নং চরলক্ষ্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ মনির আহমদ রোড সংলগ্ন নিরিবিলি স্থানে কিশলয় পাঠাগারটি অবস্থিত। স্থানীয় জ্ঞানপিপাসু পাঠকদের পাঠের খোরাক যোগানোর পাশাপাশি পাঠাগারটি উপজেলায় শিক্ষা বিস্তারে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে।.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ