• ঢাকা
  • বৃহস্পতিবার, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২০ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভিবিডি গাজীপুরের প্রাণবন্ত মিটআপ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৬ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম;
ভিবিডি গাজীপুরের প্রাণবন্ত মিটআপ
ভিবিডি গাজীপুরের প্রাণবন্ত মিটআপ

গাজীপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৫: স্বেচ্ছাসেবার শক্তিকে আরও দৃঢ় করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) - গাজীপুর জেলা টিম আয়োজন করেছিল এক বিশেষ মিটআপ। গাজীপুরের অন্যতম পর্যটন কেন্দ্র সাফারি পার্কে গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজন স্বেচ্ছাসেবকদের জন্য হয়ে উঠেছিল এক স্মরণীয় অভিজ্ঞতা।.

 .

এদিন সকাল ১০টায় জয়দেবপুর চৌরাস্তা থেকে শুরু হয় যাত্রা। সাফারি পার্কে পৌঁছে পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু প্রথম কার্যক্রম। এসময় উপস্থিত সবাই ভলান্টিয়ার ফর বাংলাদেশের সঙ্গে নিজেদের পথচলার শুরুর কথা জানান। এরপর দুপুর দুইটা অবধি পার্কের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন স্বেচ্ছাসেবকরা। প্রাণবন্ত আড্ডা ও ছবি তোলার মধ্য দিয়ে জমে ওঠে আনন্দঘন পরিবেশ।.

মধ্যহ্নভোজনের পর বিকেল সাড়ে তিনটায় আয়োজিত হয় বিশেষ কর্মশালাইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ফর ভলান্টিয়ারস’। এ সেশনটি পরিচালনা করেন তৌহিদ অ্যাসোসিয়েটস-এর কো-অর্ডিনেটর তানজিদ শুভ্র। তিনি স্বেচ্ছাসেবকদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কনফ্লিক্ট এড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।.

 .

সেশন শেষে আয়োজন করা হয় মজার একটি খেলাপিলো পাসিং। পরবর্তীতে প্রথম স্থান অধিকারী মোঃ মনির শেখ সহ তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং উপস্থিত সবাইকে একটি করে স্মৃতিচিহ্ন হিসেবে চিরকুট দেওয়া হয়।.

পুরো আয়োজনের নেতৃত্বে ছিলেন প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার উর্মী। উর্মী বলেন, “আমরা শুধু বিনোদনের জন্য এই আয়োজন করিনি। ভ্রমণের পাশাপাশি আনন্দের সঙ্গে নতুন কিছু শেখার সুযোগ হয়েছে আমাদের। আমরা আমাদের ভ্রমণের অভিজ্ঞতাকেও কাজে লাগিয়ে আগামীদিনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করব। আর নতুন নেতৃত্ব খুঁজে বের করাও আমাদের অন্যতম উদ্দেশ্য।”.

অতিথি হিসেবে অংশ নেন ঢাকা বিভাগীয় বোর্ডের সভাপতি তাসনিয়া খানম অনিমা, সাধারণ সম্পাদক সায়েম আরাফাত, ফান্ড রাইজিং সেক্রেটারি ফৌজিয়া কানিজ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ভিবিড-গাজীপুর জেলা বোর্ডের সভাপতি মোঃ সজীব হাসান, সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান সজীব, কোষাধ্যক্ষ সাইদ আফ্রিদি, মানব সম্পদ কর্মকর্তা আফসানা, কমিটি মেম্বার সিয়াম। .

বিভাগীয় নেতৃবৃন্দ গাজীপুর জেলা টিমকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। কমিটি মেম্বার সিয়াম তার অভিজ্ঞতা শেয়ার করে নতুন স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করেন। সাধারণ সম্পাদক সজীব সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।.

বিকেল ৫টায় সবাই গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেয়, আর একদিনের এই মিলনমেলা স্বেচ্ছাসেবকদের মনে রেখে যায় অগণিত সুখস্মৃতি।.

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর এ ধরনের আয়োজন শুধু স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্ধন দৃঢ় করে না, বরং তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।. .

ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ