ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামীকাল সোমবার ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ভারপ্রাপ্ত স্পিকার।.
স্পিকার আয়াজ সাদিক জানান, প্রধানমন্ত্রীর প্রার্থীতার জন্য নমিনেশনপত্র পূরণ করে স্থানীয় সময় রোববার সকাল ১১টার মধ্যে জমা দিতে হবে।.
২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ক্ষমতা ছাড়তে হলো প্রধানমন্ত্রী ইমরান খানকে। পিটিআই নেতৃত্বাধীন জোট সরকারের পতন হলো মেয়াদ পূর্ণ করার আগেই।.
আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে দেশটির বিরোধী দলগুলো। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: