• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আজ ঢাকায় আসছে কিউইরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩১ এএম;
আজ ঢাকায় আসছে কিউইরা
আজ ঢাকায় আসছে কিউইরা

আজ রাতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল।.

আলাদা দুটি ফ্লাইটে ঢাকায় আসবে নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সিলেটে, ২৮ নভেম্বর থেকে। তাই বাংলাদেশে পৌঁছানোর পরদিনই (২২ নভেম্বর) ম্যাচ ভেন্যুতে চলে যাবে কিউইরা। একই দিন সিলেটে যাওয়ার কথা বাংলাদেশ দলেরও।.

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া কিউই ক্রিকেটারদের একাংশ দেশে ফিরে গেছে। অন্যরা দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। এর মধ্যে আছেন টেস্ট স্কোয়াডের কয়েকজন। অন্য সদস্যরা নিউজিল্যান্ড থেকে দুবাইয়ে তাদের সঙ্গে যোগ দেবেন।.

এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। অধিনায়ক সাকিব আল হাসানের চোটের কারনে বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্রিকেট লিগে একটি ম্যাচ খেলেছেন তিনি। সাকিব ছাড়াও লিটন দাস ও তাসকিন আহমেদকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে বাংলাদেশ।. .

ডে-নাইট-নিউজ / ডে নাইট ডেস্ক:

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ