
নেপালের মাটিতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছেন সাবিনা খাতুনরা। আজ বুধবার দুপুর ট্রফি হাতে দেশে ফিরবেন তারা।.
দুপুর ১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারা। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। .
বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেবেন। সেখানকার মিষ্টিমুখ আর সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে করে সাফজয়ী মেয়েদের বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীরগেট, প্রধানমন্ত্রীর অফিসের সামনে দিয়ে তেজগাঁও, ফকিরেরপুল হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। বাফুফে ভবনে সভাপতির সঙ্গে ফটোসেশন, বৈঠক আর মধ্যাহ্ন ভোজে শেষ হবে দিনের আনুষ্ঠানিকতা।. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: