শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নে বদলে গেছে ময়মনসিংহ। এ বিভাগে আরও উন্নয়নের বার্তা নিয়ে আজ শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। .
সার্কিট হাউজ মাঠে স্থানীয় আ.লীগের জনসভায় যোগদানের পাশাপাশি প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার শতাধিক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।.
সর্বশেষ ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে গোটা ময়মনসিংহ বিভাগে এখন উৎসবের নগরী। ব্যাপক উৎসাহ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।.
জনসভাস্থল সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল নৌকা আকৃতির মঞ্চ। রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে গোটা মাঠ। বাঁশের ব্যারিকেড, আর্চওয়ে দিয়ে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে মাঠে।.
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান, মোড়গুলোকে সাজানো হয়েছে রঙ বেরঙের সাজে। আ.লীগ নেতারা জানান, ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছেন তারা। বিকেলের জনসভা সফল করতে সকাল ধরনের প্রস্তুতি গ্রহন করেছেন তারা।.
গতকাল (১০ মার্চ) সন্ধ্যায় জনসভা মাঠ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার সফর উপলক্ষে চারদিকে যে সাড়া জেগেছে এটা ময়মনসিংহের ইতিহাসে আমার ধারণা স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: