• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আজ রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জামা দেবে সার্চ কমিটি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম;
আজ রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জামা দেবে সার্চ কমিটি
আজ রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জামা দেবে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জমা দেবে সার্চ কমিটি। এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন তিনি। .

আজ বৃহস্পতিবার এই তালিকা জমা দেবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি।.

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন গনমাধ্যমকে জানান, সার্চ কমিটি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বাছাই করা নামের তালিকা হস্তান্তর করবেন।.

উল্লেখ্য, সার্চ কমিটির প্রধান হলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বাকি সদস্যরা হলেন- বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন  চেয়ারম্যান সোহরাব হোসাইন।.

দায়িত্ব পালনকালে সার্চ কমিটি সাতটি সভা করেন এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ