আজ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ৩৪ বিশিষ্ট মন্ত্রিপরিষদ। মন্ত্রীদের মধ্যে ৩০ জন রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, ৪ জন আছেন প্রতিমন্ত্রী।.
তবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে নিয়োগ পাওয়া প্রেসিডেন্ট আরিফ আলভি শাহবাজের মন্ত্রিসভাকে শপথ পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। তার জায়গায় সিনেট চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রীদের শপথ পড়াবেন বলে জানা গেছে।.
পাকিস্তান পিপল পার্টি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না, আগে এমন ইঙ্গিত দিলেও শাহবাজের দলের এক নেতা গণমাধ্যমকে জানান, দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রীর পদে বসছেন। যদিও শাহবাজের দেওয়া মন্ত্রীদের তালিকায় পাকিস্তান পিপল পার্টির পার্লামেন্ট সদস্যদের নাম থাকলেও বিলাওয়ালের নাম সেই তালিকায় নেই। তাই শপথের আগ পর্যন্ত বিলাওয়াল রহস্য হয়েই থাকছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: