• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ বিজিবি চ্যাম্পিয়ন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম;
আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ বিজিবি চ্যাম্পিয়ন
আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ বিজিবি চ্যাম্পিয়ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতা ২০২২ইং ফুলবাড়ী ২৯বিজিবি মাঠে গত ২৭ মার্চ  শুরু হওয়া বাস্কেটবল টূর্ণামেন্টের চূড়ান্ত খেলা মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।.

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী আয়োজিত বাস্কেটবল প্রতিযোগিতায় বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন এবং দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন এই তিনটি ব্যাটালিয়ন দল বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেয়। বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল এবং বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের দলের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের দলকে চাপের মধ্যে রাখে।.

খেলায় ৫০  পয়েন্ট পেয়ে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল চ্যা¤িপয়ন এবং ২৭ পয়েন্ট পেয়ে বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।.

খেলা শেষে স্বাগতিক বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) এর সভাপতিত্বে আয়োজিত বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন এবং বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি)।.

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দলের সিপাহী মো. সোহাগ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং একই ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মো. আল মামুন শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।.

অনুষ্ঠানে অংশগ্রহণকারি ব্যাটালিয়ন তিনটি অধিনায়ক, উপ-অধিনায়ক, কোয়ার্টার মাস্টারসহ ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সর্বস্তরের কর্মকর্তা ও সিপাহী ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু,ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন উর রশীদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, প্রচার স¤পাদক আল হেলাল চৌধুরী,  আইসিটি স¤পাদক প্লাবন শুভ, সদস্য মো. মোকাররম হোসেনসহ শিশু কিশোররা উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ / দিনাজপুর প্রতিনিধি

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ