আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় তারকা ওপেনার মুরালি বিজয়। .
টুইটারে অবসরের ঘোষণা দিয়ে ৩৮ বছর বয়সি বিজয় লিখেন- সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ বছর আমার খুব ভালো কেটেছে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার জন্য সম্মানের।.
ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বিজয় লিখেন- বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা দেশের হয়ে খেলার সুযোগ দিয়েছেন, আমার ওপর ভরসা রেখেছে। এছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাই।.
সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বিজয় লিখেন- আমার সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্নপূরণের পিছনে তাদের বড় ভূমিকা ছিল। এছাড়া ক্যারিয়ারের ভালো ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। .
ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪৯০ রান করেন বিজয়। আইপিএলে ১০৬ ম্যাচে করেন ২ হাজার ৬১৯ রান। .
বিজয় সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ম্যাচ খেলেন। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: