বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগের দুটি শর্তেই (বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে) মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত আবেদনে দন্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এরপর আবেদন পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।.
আজ বুধবার আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাজ শেষে ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।.
মন্ত্রী আরও জানান, বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে পূর্বের এ দুটি শর্তেই তার মুক্তির মেয়ার আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দেওয়া হয়েছে। নতুন কোন কিছু যুক্ত করা হয়নি।.
উল্লেখ্য, কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: