রাশিয়ার ড্রোনের আক্রমণ থেকে বাঁচতে ইউক্রেনকে নিজেদের উচ্চপর্যায়ের এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।.
গতকাল শনিবার ইউক্রেন সফরে এসে এ ঘোষণা দেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিসটিন ল্যামব্রেচড। একটি বাঙ্কারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।.
এ সময় তিনি জানান, প্রথম দফায় চারটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে জার্মানি। এ গুলো ড্রোন প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ।.
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের তৈরি কামিকাজা ড্রোনের মাধ্যমে হামলা চালাচ্ছে রাশিয়া। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: